মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়ান নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুন্ন রাখার নিমিত্ত এ বছর সরকার কর্তৃক নির্ধারিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী 13 অক্টোবর হতে 03 নভেম্বর 2024 খ্রি. পর্যন্ত মোট 22 দিন “সামুদ্রিক মৎস্য আইন 2020” এর ধারা 3(2) মোতাবেক বাংলাদেশে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
সুতরাং মৎস্যচাষী/মৎস্যজীবী ও অন্যান্য যে কেউ প্রজনন মৌসুমে মা ইলিশসহ অন্যান্য যেকোন প্রজাতির মৎস্য আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রচারেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস