এতদ্বারা ভোলাহাট উপজেলার মৎস্যচাষী ভাইদের জানানো যাচ্ছে যে, অত্র উপজেলায় মৎস্যখাতে/মৎস্য চাষের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের 2024-25 অর্থ বছরে মোট কি পরিমাণ বিদুৎ (কত ইউনিট) ব্যবহার করা হয়েছে তা নির্ণয়ের জন্য তাদের জুন/2025 মাসের বিদ্যুৎ বিলের ০১ (এক) টি ফটোকপিসহ নিম্নোক্ত ছক মোতাবেক তথ্য আগামী 07/07/2025 খ্রি. তারিখ রোজ সোমবার এর মধ্যে অত্র অফিসে যোগাযোগ করে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় ভর্তুকি লিস্টে নাম অন্তর্ভূক্ত করা যাবে না। (বিষয়টি অতীব জরুরী)
প্রচারেঃ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ দ্রষ্টব্যঃ বিদুৎ বিলের কপি ও তথ্য Whats app এর মাধ্যমে প্রদান করা যাবে। Whats app নম্বরঃ 01776-733465
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস