Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাট বাজার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ
বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলাধীন নিমোক্ত হাট-বাজারসমূহ বাংলা 1432 বঙ্গাব্দের জন্য ইজারা প্রদান করা হবে। যাহারা ইজারা গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর 05/02/2025 খ্রি. তারিখের 05.43.7018.000.04.001.25.129 নং পত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হলো। 

প্রকাশের তারিখ
05/02/2025
আর্কাইভ তারিখ
21/04/2026