0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
(1432-1434) বঙ্গাব্দ অর্থাৎ তিন বছর মেয়াদে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত
বিস্তারিত
এতদ্বারা প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি সংগঠন/সমিতির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রনালয়, সায়রাত-1 অধিশাখা এর 17.12.2024 খ্রি. তারিখের 31.00.0000.050.68.020.09(অংশ-2).694 সংখ্যক স্মারক ও সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, 2009 মোতাবেক আগামী 3 (তিন) বছর অর্থাৎ 1432-1434 বঙ্গাব্দ মেয়াদে ভোলাহাট উপজেলার ইজারাযোগ্য 20.00 একর পর্যন্ত আয়তন বিশিষ্ট বদ্ধ জলমহাল/পুকুরসমূহ ইজারা দেওয়া হবে। সুতরাং  যে সকল মৎস্যজীবী সমবায় সমিতি জলমহাল ইজারা গ্রহন করতে ইচ্ছুক তাদেরকে http://jm.lams.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে ইজারার আবেদন দাখিলের জন্য বলা হলো। 
প্রকাশের তারিখ
13/01/2025
আর্কাইভ তারিখ
27/08/2025