Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

Main Comtent Skiped

Title
ইলিশ আহরণ, পরিবহন ও মজুদ করণ নিষিদ্ধ ঘোষনা
Details

মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়ান নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুন্ন রাখার নিমিত্ত এ বছর সরকার কর্তৃক নির্ধারিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী 13 অক্টোবর হতে 03 নভেম্বর 2024 খ্রি. পর্যন্ত মোট 22 দিন “সামুদ্রিক মৎস্য আইন 2020” এর ধারা 3(2) মোতাবেক বাংলাদেশে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। 

সুতরাং মৎস্যচাষী/মৎস্যজীবী ও অন্যান্য যে কেউ প্রজনন মৌসুমে মা ইলিশসহ অন্যান্য যেকোন প্রজাতির মৎস্য আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রচারেঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ । 

Attachment
Images
Attachments
Publish Date
09/10/2024
Archieve Date
30/07/2025