Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

Main Comtent Skiped

Our achievements

আমাদের অর্জন সমূহ

01   মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত অবস্থান।
02    জলাশায় সমূহ সংস্কার পূর্বক বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের আওতাভূক্তকরণ।
03   প্রশিক্ষণ, কারিগরী দক্ষতাবৃদ্ধিকরণ, প্রযুক্তি হস্তান্তর ও আর্থিক সহায়তার মাধ্যমে বেকারত্ব
  দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি ।
04   মৎস্য চাষে পিছিয়ে পড়া জনগোষ্ঠি তথা নারীদের সম্পৃক্তকরণ ।
05   মৎস্য, মৎস্য খাদ্য ও মৎস্য জাত দ্রব্যাদিতে ভেজাল ও দূষন দূরীকরণে সফলভাবে আইন
  বাস্তবায়ন ।
06   উপজেলার প্রাকৃতিক জলাশয় সমূহে বিলনার্সারী স্থাপন ও পোনা মাছ অবমুক্তকরণের
  মাধ্যমে প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণ ।
07   মৎস্যচাষ ব্যবস্থাপনায় যান্ত্রিকীকরণ।
08   ছোট মাছ ।
09   সর্বমোট 818 জন জেলেকে নিবন্ধন প্রদান করা হয়েছে  ।