জরুরী নোটিশঃ এতদ্বারা সকল মৎস্যচাষী/মৎস্যজীবীদেরকে জানানো যাচ্ছে যে, 12 অক্টোবর/23 থেকে 02 নভেম্বর/23 পর্যন্ত মোট 22 দিন সরকার ঘোষিত মা ইলিশ আহরন নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে কোন মৎস্যজীবী মা ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এই বাইশ দিন আপনাদেরকে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS