Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

Main Comtent Skiped

Title
Upazila Fisheries Officer's Office, Bholahat, Chapai Nawabganj Mobile Court Operation
Details

অদ্য  24/10/2022 খ্রি: তারিখ রোজ সোমবার মহানন্দা নদীতে ভোলাহাট উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য সহকর্মীদের নিয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিয়ান চলাকালীন সময়ে  অবৈধ জাল পুড়ানো হয়।

Attachments
Publish Date
24/10/2022
Archieve Date
28/06/2023