Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

Main Comtent Skiped

Title
Extraction, transportation, marketing, exchange, buying and selling of jatka etc. is prohibited
Details

01 নভেম্বর, 2024 খ্রি. থেকে 30 জুন, 2025 খ্রি. পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম  কারাদন্ড  অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। 

Publish Date
02/01/2025
Archieve Date
30/06/2025