Title
Pona Liberation Exhibition
Details
আজ সোমবার 19/09/2022 খ্রিঃ তারিখ সকাল 10.30 ঘটিকায় মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ পুকুর চত্তরে উপজেলা পরিষদ পুকুর সহ মোট 11 টি পুকুরে 250 কেজি কাতলা, রুই, মৃগেল জাতীয় পোনা 5:7:7 অনুপাতে অবমুক্ত করা হয়েছে।